Main Menu

নাইজেরিয়ায় মুক্তি পেল অপহৃত ১০০ নারী–শিশু

নাইজেরিয়ায় দস্যুদের হাতে অপহৃত ১০০ নারী ও শিশুর মুক্তি নিশ্চিত করেছে দেশটির সরকার কর্তৃপক্ষ।

নাইজেরিয়ার জামফারা রাজ্যের মানাওয়া গ্রাম থেকে গত ৮ জুন দস্যুরা এদের অপহরণ করে নিয়ে গিয়েছিল। ওই ঘটনায় চারজন নিহতও হয়।খবর বিবিসির।

জামফারা রাজ্য সরকার বলেছে, অপহৃতরা কোনও মুক্তিপণ ছাড়াই মুক্তি পেয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

পরিবারের কাছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার আগে এখন তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মুখপাত্র।

সম্প্রতি কয়েকমাসে নাইজেরিয়ার ওই অঞ্চলে অপহরণের কয়েকটি ঘটনা ঘটেছে।

২০২০ সালের ডিসেম্বর থেকে অপহরণ হয়েছে ১ হাজারের বেশি মানুষ। বেশিরভাগকেই পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কাউকে কাউকে মেরেও ফেলা হয়েছে।

নাইজেরিয়ায় এই অপহরণকারীদের ‘দস্যু’ বলা হয়। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এমন বেশ কিছু সশস্ত্র ডাকাত দল রয়েছে। তারা প্রায়ই লুটপাট চালিয়ে গবাদিপশু ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ আদায়ের জন্য স্থানীয় বাসিন্দাদের অপহরণ করে।

দস্যুরা সাধারণত মুক্তিপণের বিনিময় অপহৃতদের ছেড়ে দেয়। তবে এবার জামফারা রাজ্য পুলিশ বলছে, দস্যুরা অপহৃতদের বিনা শর্তে কোনও অর্থ ছাড়াই মুক্তি দিয়েছে।

সশস্ত্র এই দস্যুদের পাশাপাশি নাইজেরিয়ায়য় জঙ্গি গোষ্ঠী বোকো হারামও প্রায়ই তাণ্ডব চালিয়ে গণহারে অপহরণ করে থাকে।