Main Menu

দক্ষিণ ভারত যাওয়ার চেয়ে পাকিস্তান যাওয়া ভালো: সিধু

ক্রিকেট ছেড়ে রাজনীতিতে যোগ দেয়া ইমরান খান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার শপথ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিতর্কিত হয়েছিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার নবজ্যোত সিং সিধু। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন ভারতের সাবেক তারকা এ ক্রিকেটার।

শনিবার একটি সাহিত্য উৎসবের অনুষ্ঠানে অংশ নিয়ে সিধু বলেন, ‘দক্ষিণ ভারতে গেলে দু-একটা শব্দ ছাড়া আমি কিছুই বুঝতে পারি না। আর পাকিস্তানে গেলে পাঞ্জাবির পাশাপাশি ইংরেজি বলা যায়। পাকিস্তানের সঙ্গে আমাদের মিল অনেক বেশি।’

এর আগে ইমরানের খানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধানকে আলিঙ্গন করে দেশজুড়ে বিতর্কের মুখে পড়েছিলেন সিধু।

ভারতে হয়ে ৫২টি টেস্ট ম্যাচ খেলে ৯টি সেঞ্চুরি এবং ১৫টি ফিফটির সাহায্যে ৩ হাজার ২০২ রান করেন সিধু। ওয়ানডে ক্রিকেটে ১৩৬ ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরি এবং ৩৩টি ফিফটিতে ৪ হাজার ৪১৩ রান করেছেন ডান হাতি এ ব্যাটসম্যান।