Main Menu

তরুণ প্রজন্মের ‘আইডল’ কোন ক্রিকেটার, জানেন কি?

উঠতি ক্রিকেটাররা কোনো না কোনো আইডলকে ফলো করে থাকেন। তার মতো হওয়ার স্বপ্ন দেখেন। তাকে ঘিরেই লালিত হতে থাকে তার বড় হওয়ার স্বপ্ন।

ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন তরুণ প্রজন্মকে উদ্দেশ করে বলেছেন, আপনি যদি উদীয়মান ক্রিকেটার হন তাহলে রবীন্দ্র জাদেজাকে অনুকরণ করুন। জাদেজা যা করেন তা কপি করুন, কারণ তিনি একজন সুপারস্টার। তাকে অনুকরণ করতে পারলে টেস্টে আপনার দীর্ঘ ক্যারিয়ার থাকবে।

ইংল্যান্ডের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ২৭৭ ম্যাচে অংশ নিয়ে ৩২টি সেঞ্চুরির সাহায্যে ১৩ হাজার ৭৯৭ রান সংগ্রহ করেন পিটারসেন।

ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক নিজের ব্লকে আরও লিখেছেন- এটি আমাকে হতাশ করে যে, এখনো কোনো আন্তর্জাতিক মানের ইংলিশ বাঁহাতি স্পিন বোলার দেখলাম না যে ব্যাটও করতে পারে। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে কী কী করেছেন তা দেখুন।