Main Menu

ঘুম এসো

ঘুম এসো, এসো ঘুম এই বেলা
শান্ত হও ধরিত্রী
শান্ত হও মাটি
শান্তি এনো পূবালী হাওয়া।
ঘুম এসো চুপটি করে এই বেলা,
ঘুমাও পাহাড়
ঘুমাও গাছ পাখি
ঘুমাও আকাশ মেঘ মালা।
বৃষ্টির গল্প শোন না,
শোন না বজ্রপাতের নিষেধ,
আবেশে মুদিত চোখের পাতা
গুনগুন গান গায় বনলতা।
ঘুম এসো, প্রশান্ত ঘুম তারার নিচে
ধান ক্ষেতে, যব ক্ষেতে
ঘাস জল ছুঁয়ে প্রাণ কোষে,
শিরায় রক্তে নিঃশ্বাসে বিশ্বাসে,
পথ জুড়ে ক্লান্তি শেষে
যুগ যুগ আতঙ্ক শেষে
ঘুম এসো আঘাতের প্রতিঘাতে।
ঘুমাও ঘৃণা, ঘুমাও ঝগড়া, আগামী আশঙ্কা
ঘুমাও নদী, ঢেউয়ের নাচ
ঘুমার রাত, ঘুমাও চাঁদ
ঝিরঝিরে ঝর্ণা ওকূলের বৃষ্টি
তূফানে ভাসুক দুষ্ট চক্র স্বপ্ন
ফুরাক বিরোধ অশ্রুর অনাসৃষ্টি
বাজুক হৃদপিণ্ডে শঙ্খ সুরের লগ্ন,
পিপাসার ফাঁকে।
ঘুমাও অক্ষর চিত্রলিপি
হেমন্ত রোদের গাল ভরা অভিমান,
ঘুমাও ন্যায় এবং অন্যায়
জলরঙা ক্যানভাসে অমর স্মৃতি,
ভয় মুছে তুলসী ঘ্রাণের উঠান।
ঘুম এসো, এসো ঘুম এই বেলা,
শান্ত হও ধরিত্রী
শান্ত হও মাটি
যাবতীয় প্রশ্ন অপমানের চিহ্ন।
শান্ত হোক সূর্যের রাগ
শান্ত হোক আহত পরাগ
ঘুম এসো একান্ত লোচনে,
ঘুম এসো মুক্তি ও বন্ধনে,
ঘুমাও শান্তিতে ভিন্ন ও অভিন্ন।