Main Menu

গার্লফ্রেন্ড নিলামে, দাম উঠেছে ৭০ হাজার পাউন্ড

অনেক কিছুই নিলামে ওঠে। গাড়ি, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জিনিস নিলামে বিক্রির খবর নিয়মিতই শোনা যায়। কিন্তু নিলামে কি মানুষ বিক্রির কথা কেউ শুনেছেন কোথাও, কখনও! আর যদি সেই মানুষটি হন নিজের প্রেমিকা! হ্যাঁ, এমনই এক ঘটনা ঘটিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন বৃটেনের এসেক্সে বসবাসরত ৩৪ বছর বয়সী ডালে লিকস। এক বছর ধরে তার পার্টনার বা জীবনসঙ্গী ৩৭ বছর বয়সী কেলি গ্রেভস। ¯্রফে মজা করতে তাকে নিলামে বিক্রি করার বিজ্ঞাপন দিলেন নিলাম বিক্রয়কারী প্রতিষ্ঠান ই বে’তে। সঙ্গে সঙ্গে তার প্রেমিকার দাম উঠে গেল ৭০ হাজার পাউন্ড।
প্রেমিকা কেলি’কে পুরনো গাড়ির সঙ্গে তুলনা করে ওই বিজ্ঞাপন দিয়েছিলেন ডালে লিকস। তিনি দরপত্রে অংশগ্রহণকারীদের সতর্কও করে দিয়েছিলেন।

যদিও এই বিজ্ঞাপনটি ছিল মজা করার জন্য তবু মাত্র ২৪ ঘন্টার মধ্যে তাতে ক্লিক পড়েছে ৮ হাজার বারের বেশি। আর সর্বোচ্চ দাম উঠেছে ৭০ হাজার পাউন্ডের বেশি। ডালে লিকস তাই মজা করেন আর হাসেন। বলেন, ই বে’তে এই বিজ্ঞাপন দেয়ার পর আমি শুধু হেসেছি। তা দেখে কেলি আমাকে শুধুই বলেছে এবং জানতে চেয়েছে কেন এত হাসছি। এক পর্যায়ে তাকে বলেছি, তাকে আমি ই বে’তে বিক্রি করে দেয়ার নিলাম ডাক দিয়েছি। তা শুনে কেলিও হাসলো।
এরপর এই দম্পতি রাতে খাবার খেতে বাইরে যান। আর ওই রাতেই সারা ইউরোপ থেকে তাদের কাছে বোমার মতো এসএমএস আসতে থাকে। এমন কি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকেও বার্তা আসতে থাকে।