Main Menu

ঐক্য প্রক্রিয়ার নেতাদের আমন্ত্রণ জানায়নি বিএনপি

ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে রোববার দলের জনসভায় জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের আমন্ত্রণ জানায়নি বিএনপি।

এ তথ্য নিশ্চিত করে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, জনসভায় জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি।

রোববার জনসভায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক দলগুলো থাকবে কী না- জানতে চাইলে তিনি বলেন, এটা শুধু বিএনপির জনসভা।

শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রোববার দুপুর ২ টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ ঢাকাবাসীকে জনসভায় যোগদানের জন্য আহ্বান জানান তিনি।