Main Menu

অ্যামাজনের ডেলিভারি গাড়ি থেকে বের হলেন নারী!

ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের ডেলিভারি গাড়ি থেকে এক নারী ধীরে ধীরে বেরিয়ে এলেন! সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মাত্র ১১ সেকেন্ডের এই ভিডিও পোস্ট হয়েছিল টিকটকে।

এরই মধ্যে ভাইরাল। ১১.৩ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। বিষয়টি দেখে চিন্তিত অ্যামাজনও। তারা জানিয়েছে, ওই গাড়ির চালককে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অ্যামাজনের পণ্য ডেলিভারির গাড়ি থেকে রাস্তার মাঝখানেই একজন নারী গাড়ি থেকে নেমে যান। তিনি কালো পোশাক পরেছিলেন। ভ্যান চালককেও দেখা যায়, নারীকে চুপচাপ নেমে যেতে সাহায্য করতে।

এখন প্রশ্ন উঠছে নারী ওই গাড়ির মধ্যে কী করছিলেন? একটি মালবাহী গাড়িতে এভাবে কোনও নারী বা পুরুষ কাউকে নিয়ে যাওয়াটা কি আদৌ ঠিক?

অ্যামাজন জানিয়েছে, এভাবে কোনও ‘আনথরাইজড’ কাউকেই ডেলিভারি গাড়ির মধ্যে ঢোকার অনুমতি দেওয়া হয় না। ওই গাড়ির চালক এই কাজ করে ঠিক করেননি। তাই তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।