Main Menu

অমরত্বের আড়াল

তুমি এভাবে আড়াল হবে বুঝিনি,
আড়াল হওয়া হয়তো খুব সহজ তোমার কাছে।
যেমনি সহজ ছিলো আমায় তোমার ভালোবাসা,
যেমনি সহজ ছিলো আমার থেকে তোমার দূরে যাওয়া।
হয়তো তেমনি নিজের ধ্যনেই ডুবে গেছো সংসার সমুদ্র থেকে খুব দূরে জীবনানন্দের নিরালা নীড়ে, …
তোমার সে ধ্যনমগ্নতায় আমি হয়তো নেই,
আমার ছায়া নেই,
আমার ভাবনাগুচ্ছও নেই।
তবে কি আছে তোমার সে আড়ালে ??
কি পেতে চাইছো তুমি??
পেতে কি চাইছো অমরত্ব,??
যে অমরত্বের টানে জগৎ সংসার ছেড়ে যায়
মাধুকরেরা।
যে অমরত্মের টানে সংসার ত্যাগী হয়েছে,
কোন কালে সংসারী হওয়া কোন বিজন ঘরের পরবাসী।
তবে জেনে রেখো তোমার সাধনার সে অমরত্বের প্রাপ্তি, তোমার হবে না সে ধ্যানে,
হবে না সে মগ্নতায়,
যুগে যুগে কোন প্রিয়তমার বাহুডোর এড়িয়ে কোন অমরত্ব পায়নি কোন সাধক, পেতে পারে না।
তুমি হয়তো জানোনা, জানেনি তোমার সে ধ্যান, সে মগ্নতা, জানেনি তোমার রক্তিম পূন্যবান হৃদয়,
তোমার সে বহুল কাঙ্খিত অমরত্ম লুকিয়ে আছে আমার আগুন পোড়া মনের বিশ্বাসের অভিশপ্ত নিস্তব্ধতায়….